Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ পিএম

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

ছবি : যুগান্তর

দেশের অন্যতম শীর্ষ শিল্পোদোক্তা, যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) বাদ যোহর জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা মনজু, বাংলা ভিশনের সাংবাদিক জুলফিকার মো. জাহিদ হাবিব, জামালপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা ও গাজী টেলিভিশনের সাংবাদিক আলী আকবর।

বক্তারা এ স্বপ্ন সারথীর স্মৃতি চারণ করে বলেন, নুরুল ইসলাম দেশের মানুষের কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রনিক, পোশাক শিল্প, রাসায়নিক, পানীয়, আবাসনসহ প্রায় ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়েছেন। এর মধ্যে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন অন্যতম।

স্মরণসভা শেষে মরহুম যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. রাকিবুল হাসান।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম