Logo
Logo
×

সারাদেশ

মুক্তিযুদ্ধ থেকে ফিরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেন নুরুল ইসলাম

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম

মুক্তিযুদ্ধ থেকে ফিরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেন নুরুল ইসলাম

ছবি: যুগান্তর

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে মহানগরীর চণ্ডিপুর এলাকার জামিয়া সিদ্দিকিয়া কওমি মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভার শুরুতে প্রয়াত নুরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নীরবতা পালন শেষে দৈনিক যুগান্তর রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হকের সঞ্চালনায় স্মরণসভায় নুরুল ইসলামের স্মৃতিচারণ করেন বক্তারা। এ সময় দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও রাজশাহী ব্যুরোপ্রধান আনু মোস্তফা বলেন, দেশের অন্যতম সফল শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজকের দিনে ইন্তেকাল করেন। দুর্যোগময় করোনা মহামারিতে করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

তিনি বলেন, নুরুল ইসলাম মুক্তিযুদ্ধ থেকে ফিরে সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ এবং মানুষের কল্যাণে কাজ করবেন। দেশ গড়ার ক্ষেত্রে তিনি দূরদর্শী এবং বুদ্ধিদীপ্ত পরিকল্পনা গ্রহণ করেনতিনি চিন্তা করেছিলেন দেশকে যদি গড়তে হয়, তাহলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবেতিনি সেই কাজটিই করেছিলেনদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানে তার অসামান্য অবদানের বিষয়টি জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন

সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, যমুনা গ্রুপ দেশের অন্যতম বড় একটি শিল্পপ্রতিষ্ঠাননুরুল ইসলাম ছিলেন একজন স্বপ্নবাজ মানুষতিনি ছিলেন স্বপ্নের ফেরিওয়ালাতিনি খুব কড়া অনুশাসনের মানুষ ছিলেন এবং নিজেও সেটি অক্ষরে অক্ষরে মেনে চলতেনতিনি কখনো কোনো অসকাজ করেননিতিনি ঋণখেলাপি ছিলেন না। দেশ, মাটি এবং মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি মরহুম নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি দৈনিক যুগান্তরসহ যমুনা গ্রুপের সব প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

স্মৃতিচারণ শেষে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে জামিয়া সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার শিক্ষক মুফতি শামসুদ্দিন মোনাজাত পরিচালনা করেন। এর আগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কুরআনখানির আয়োজন করা হয়। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামিয়া সিদ্দিকিয়া কওমি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সবুর, অধ্যক্ষ আবু তাহের, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হোসেন, দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর ফটোসাংবাদিক আযম খান, ব্যুরোর বিজ্ঞাপন প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম