Logo
Logo
×

সারাদেশ

পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম

পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

নড়াইলের কালিয়ায় পুকুরের পানিতে ডুবে শাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ।

শাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। আরিফুল ইসলামের ছেলে মানিক। তার বাবার বাড়ি বরিশালে হলেও মায়ের সঙ্গে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে বসবাস করত সে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্যদিনের মতো শনিবার বিকালে বাড়ির আঙিনায় একসঙ্গে খেলা করছিল শাকিব ও মানিক। এ সময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় তারা। সন্ধ্যা হলে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে একজনের লাশ ভাসতে দেখা যায়। পরে খোঁজ করে পুকুর থেকে আরেকজনের লাশ উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন

নড়াগাতী থানার ওসি মো. আশিকুর রহমান মোবাইলে বলেন, উভয় শিশু বাড়ির আঙিনায় খেলা করছিলপরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়প্রাথমিক তদন্ত শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম