নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের
ছেলে কফিল উদ্দিন (২৫) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হক এনা (২৫)। তারা
দুজনেই মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
একই ঘটনায় আগে গ্রেফতার হওয়া আসামি রফিকুল ইসলামকে জেল হাজতে পাঠানো
হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে গত
১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে ২০ বছর বয়সি ভুক্তভোগী শিল্পীকে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাকে
সংঘবদ্ধ ধর্ষণ করে কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরও দুজন। এ ঘটনায় ভুক্তভোগী
বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ থানায় মামলা করেন।
মামলায় আসামি করা হয়, কফিল উদ্দিন, রফিকুল ইসলাম ও এনামুলকে। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও দুজনকে।
মামলার পরপরই আসামি রফিকুলকে পুলিশ গ্রেফতার করে। তবে, অন্য আসামিরা আত্মগোপনে চলে যায়।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায়
ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
