সড়ক সংস্কার না করায় সওজ নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা’
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:২৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুর থেকে জকসিন পর্যন্ত প্রধান সড়কসহ জেলার বেহাল সড়কগুলো সংস্কার না করায় সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা’ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী সওজ অফিসের সামনের সড়কে এ প্রতীকী কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল।
বায়েজিদ হোসাইন বলেন, রাস্তাগুলো খারাপ অবস্থা। কয়েক দফায় সওজের নির্বাহী প্রকৌশলীকে অবগত করলেও কোনো ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এজন্য গায়েবানা জানাযার আয়োজন করা হয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর থেকে জকসিন পর্যন্ত সড়কটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া জেলাজুড়ে শতাধিক রাস্তায় খানাখন্দ ও ভাঙ্গাচোরায় বেহাল। এতে যানবাহন ও পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে জানতে দুপুরে সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল ও এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি। কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।
