Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জে আলোচনা সভা

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:৫৮ পিএম

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জে আলোচনা সভা

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর, যমুনা টিভির স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোডে প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও হোমিও চিকিৎসক খন্দকার আব্দুল আলীম রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুগান্তর প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর, বাংলাদেশ টুডের প্রতিনিধি জুলফিকার বাবলু, আমার দেশের প্রতিনিধি খাদেমুল ইসলাম, দৈনিক জনতার প্রতিনিধি সামিউল ইসলাম শামিম, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিছুর রহমান আইয়ুব, মানবজমিন পত্রিকার প্রতিনিধি আল্পনা জান্নাত, নয়া দিগন্তের সংবাদদাতা মোস্তাফিজুর রহমান সাইফুল, ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি তারিকুল ইসলাম, পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি বজলুর রহমান খান, কলেজ শিক্ষার্থী ইমন আকন্দ প্রমুখ।

সভা সঞ্চালনা করেন দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা মোহাম্মদ শাহীন।

আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি খন্দকার আব্দুল আলিম।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম