Logo
Logo
×

সারাদেশ

খাটের নিচে শিশুর বস্তাবন্দি লাশ, সৎমা পলাতক

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:০৩ পিএম

খাটের নিচে শিশুর বস্তাবন্দি লাশ, সৎমা পলাতক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হাজেরা খাতুন (৭) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন সৎমা।

রোববার রাত ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামের বাড়ির খাটের নিচ থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরে এ হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে শিশুটির সৎমা রুবি খাতুন পলাতক রয়েছেন।

নিহত হাজেরা খাতুন ওই গ্রামের হারুন অর-রশিদের মেয়ে। সে কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। রুবি খাতুন হারুন অর-রশিদের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪-৫ বছর আগে শিশুটির মা অন্য একজনকে বিয়ে করেন। পরে হারুন অর-রশিদ রুবি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই হাজেরা তার বাবা, সৎমা ও দাদা-দাদির সঙ্গে থাকত। রুবির যমজ ছেলেসন্তান রয়েছে।

হাজেরার দাদি মনোয়ারা খাতুন অভিযোগ করে বলেন, দুপুরে স্কুল থেকে ফেরার পর থেকেই হাজেরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় রুবি খাতুন ওষুধ আনার কথা বলে তার নিজের দুই সন্তানকে রেখে বাইরে চলে যান; কিন্তু সন্ধ্যা হলেও তিনি বাসায় ফেরেননি। এদিকে হাজেরাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির খাটের নিচে বালতির মধ্যে বস্তাবন্দি অবস্থায় হাজেরার লাশ দেখতে পান স্বজনরা।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সৎমা শ্বাসরোধ অথবা মারপিট করে শিশুটিকে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম