Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি মাদকসহ গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৮:০৮ পিএম

রাজশাহীতে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি মাদকসহ গ্রেফতার

প্রতীকী ছবি

রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু (৩৫) নামে পলাতক এক আসামিকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার বাবলু মহানগরীর মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বাবলু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্র কারবারি।

রোববার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-৫ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্ত মোহাম্মদ সোহেল বাবু দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রি করে আসছিলেন। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের সময় তিনি হাতেনাতে গ্রেফতার হন।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এ মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল রাজশাহীর একটি আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, গোয়েন্দা দলের নিবিড় নজরদারির পর বাবলুর অবস্থান নিশ্চিত হলে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম