নুরুল ইসলাম মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন: ইউএনও বারী
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মরেও অমর হয়ে আছেন মানুষের হৃদয়ে। দেশ গড়ার ক্ষেত্রেও তার ব্যাপক ভূমিকা ছিল। তার কাজগলো সব সময় প্রশংসনীয়। জুলাই আগস্টে যুগান্তর যমুনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সবার প্রিয় হয়ে উঠেছেন। তাই আজ তিনি অমর হয়ে আছেন।
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এসব কথা বলেন।
যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি রিয়াজুল হক রাজুর সভাপতিত্বে ও ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচএম জোবায়ের হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সামছুজ্জামান মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, ডিবাই ক্রিয়েটিভ বিল্ডার্স লি. এর ম্যানেজিং ডিরেক্টর মোজাম্মেল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, জেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল করিম বাদল ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সাংবাদিক ফয়জুর রহমান ফরহাদ, আতিকুল ইসলাম, স্বজন সমাবেশের সহ-সভাপতি আখলাকুল ইসলাম, পৌর ইজারাদার শহিদুল ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের স্বজন রাতুল প্রমুখ।
নুরুল ইসলামের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা খোরশিদুল আলম মজিব।
আলোচনা সভার আগে আশিকী দারুল উলুম মাদ্রাসায় কুরআন খতম, হামদ নাতে রাসুলের আয়োজন করা হয়।
আলোচনা শেষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা হেজবুল্লাহ।
