Logo
Logo
×

সারাদেশ

যুব সমাজের আইকন হিসেবে বেঁচে থাকবেন নুরুল ইসলাম

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম

যুব সমাজের আইকন হিসেবে বেঁচে থাকবেন নুরুল ইসলাম

নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকালে পৌরশহরের ফজলুল উলুম কারিমিয়া মাদ্রাসা মিলনায়তনে কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মজীবন নিয়ে আলোচনা করেন- মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা জাকারিয়া, মাওলানা ওসমান গণি, সাংবাদিক শাহিন আলম, স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক প্রভাষক জুয়েল রানা, মাওলানা রিয়াজুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম, শিক্ষার্থী আজিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। 

‘তোমার কীর্তির চেয়ে, তুমি যে মহৎ’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবিক গুণাবলীসম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি তার শ্রমের মাধ্যমে তিল তিল করে প্রায় অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিজের দেশের কথা ভেবে, যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে দেশেই তৈরি করেছেন নানা ধরনের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান। তিনি যুব সমাজের আইকন হিসেবে সবার মাঝে বেঁচে থাকবেন।

আলোচনা শেষে মাওলানা ওসমান গণির পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম