Logo
Logo
×

সারাদেশ

একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন নুরুল ইসলাম

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:০০ পিএম

একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন নুরুল ইসলাম

যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে হাতেম আলী সড়কে স্বজন সমাবেশ কার্যালয়ে মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার প্রভাষক (আরবি) মো. অলি উল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। তিনি বলেন, একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন নুরুল ইসলাম। একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। এই সাহসিকতার জন্যই তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। একটি দেশ স্বাধীন করার পরে তিনি দেশের লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, তার সৃষ্টি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন, সেই সাহসিকতার জন্য ২৪-এর গণঅভ্যুত্থানেও পথভ্রষ্ট হয়নি। সাহসিকতার সঙ্গে জনমানুষের কথা বলেছে, লিখেছে। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে অনড়। এই প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

আলোচনায় অংশ নেন- ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ জোবায়ের আহম্মেদের পিতা আনোয়ার উদ্দিন, তেরশিরা ইবতেদায়ি মাদ্রাসার প্রধান আব্দুর রহিম, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ইসলামাবাদ ফাজিল মাদরাসা প্রভাষক (আইসিটি) আল মাসুদ, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া, মো. ইদ্রিস আলী, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন, সাংবাদিক আব্দুর রউফ দুদু, শামীম আনোয়ার, স্বজন তোফাজ্জল হোসেন, মাসকাওয়াত হাসনাত আলিফ, নুর মোহাম্মদ সাফী, হুজাইফা তালুকদার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম