Logo
Logo
×

সারাদেশ

কমিটি ঘোষণার দুই দিনের মাথায় বিশ্বনাথে এনসিপির ৩ নেতার পদত্যাগ

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:০৭ পিএম

কমিটি ঘোষণার দুই দিনের মাথায় বিশ্বনাথে এনসিপির ৩ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেটের বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন হওয়ার দুই দিনের মাথায় এক যুগ্ম সমন্বয়কারী ও দুই সদস্যসহ তিনজন পদত্যাগ করেছেন। এ নিয়ে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

মাত্র ১৭ জনের এই কমিটি থেকে পদত্যাগী তিনজনই জানে না তারা যে এই কমিটিতে স্থান পেয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সমবেদনা জানিয়ে নিজ নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই কমিটি থেকে দুজন আর মৌখিকভাবে একজন পদত্যাগ করেন।

পদত্যাগকারী তিনজন হচ্ছেন- এই কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন ও সদস্য শাহেদ আহম্মেদ এবং ধনঞ্জয় বৈদ্য।

রোববার (১৩ জুলাই) রাতে তাদের ব্যবহৃত ফেসবুকে পদত্যাগের পোস্ট দেন রুহুল আমিন ও শাহেদ আহম্মেদ। আর সোমবার (১৪ জুলাই) দুপুরে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সদস্য ধনঞ্জয় বৈদ্য।

তবে শাহেদ আহম্মেদের মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আর রুহুল আমিন ও ধনঞ্জয় বৈদ্য মোবাইল ফোনে জানান, ওই কমিটিতে তাদের নাম দেওয়ার বিষয়টি তারা জানেন না।

জানা গেছে, গত শনিবার (১২ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে ১৭ সদস্যবিশিষ্ট বিশ্বনাথ উপজেলা কমিটি অনুমোদন দেন।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ডা. সুলেমান খান, যুগ্ম সমন্বয়কারী এম খলিলুল্লাহ, রুহুল আমিন, জামাল খান। সদস্য কালা মিয়া, ধনঞ্জয় বৈদ্য, খাইরুল ইসলাম, শোয়েব মিয়া, রেজাউল ইসলাম ফাহিম, শাহেদ আহম্মেদ, আবু তাহের, কামাল উদ্দিন, শামীম উদ্দিন, মোহাম্মদ হিরণ মিয়া, এজাজ আলী জাবেদ, মিজানুর রহমান, আশিকুর রহমান।

কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সদস্যদের নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরপর রোববার রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন।

তিনি ফেসবুক পোস্টে লেখেন- ‘অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে, উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ওই কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম। বিনীত রুহুল আমিন।’

এরপর কিছুক্ষণ পর পদত্যাগের একই পোস্ট দেন সদস্য শাহেদ আহম্মেদ। পাশাপাশি সোমবার দুপুরে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন সদস্য ধনঞ্জয় বৈদ্য। তিনি বলেন, আমি আওয়ামী লীগ বা বিএনপি কোনো রাজনৈতিক দল করি না।

সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান বলেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই কমিটির মধ্যে নাম দেওয়া হয়েছে; কিন্তু তাদের পছন্দের পদ না পাওয়ায় তারা অভিমান করে পদত্যাগ করেছেন বলে তিনি দাবি করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম