Logo
Logo
×

সারাদেশ

আদালতে শুনানিকালে আইনজীবীর মৃত্যু

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম

আদালতে শুনানিকালে আইনজীবীর মৃত্যু

ফাইল ছবি

চাঁদপুর জজ আদালতে মামলা শুনানিকালে মাথা ঘুরে পড়ে গিয়ে অ্যাডভোকেট আব্দুল মান্নান খান (মহিন) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালতে রিভিশন মামলা শুনানিকালে এ ঘটনা ঘটে।

মৃত মহিন হাজীগঞ্জ উপজেলার বাজনা খাল গ্রামের বাসিন্দা।

জানা যায়, মাথা ঘুরে ফ্লোরে পরে যান মহিন। এ সময় বেঞ্চের সঙ্গে ধাক্কা লেগে তার মাথায় গুরুতর জখম হয়। আদালতে থাকা আইনজীবী ও সহকারীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, মহিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কহিনুর বেগম বলেন, আমাদের আইনজীবী মহিন আদালতে একটি রিভিশন মামলার শুনানি করছিলেন। এ সময় মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান তিনি। তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মহিন ২০১০ সালে চাঁদপুর আইনজীবী সমিতিতে যোগ দেন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম