Logo
Logo
×

সারাদেশ

শান্তিরবাজারে অশান্তি প্রতিরোধে মতবিনিময় সভা

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম

শান্তিরবাজারে অশান্তি প্রতিরোধে মতবিনিময় সভা

মতবিনিময় সভায় ব্যবসায়ী ও স্থানীয়রা। ছবি: যুগান্তর

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীর শান্তিরবাজার এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও চাঁদাবাজি প্রতিরোধে শপথ নিয়েছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

মঙ্গলবার দুপুরে শান্তিরবাজার এলাকায় সভা আহ্বান করে ঐক্যবদ্ধভাবে এ প্রতিরোধের ঘোষণা দেন স্থানীয়রা।

বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী আজগরের সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দীপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, ক্যাশিয়ার মো. আব্দুল হক, সদস্য মো. আবু মিয়া, মো. আলী হোসেন, মো. পনির মুন্সি, মো. ইসলাম মিয়া, আবুল কাশেম, মো. রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে ব্যবসায়ী ও স্থানীয়রা প্রতিশ্রুতি গ্রহণ করেন ও শপথ নেন।

এতে অংশ নিয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দীপু বলেন, ডাকাতি-ছিনতাই ও চাঁদাবাজির কারণে বাজারের শান্তি এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। স্থানীয় মান্দারপাড়া গ্রামের কয়েকজন ডাকাত ও ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন যাবত শান্তিরবাজার ও এর আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বোমাবাজি, ইভটিজিং ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছে। ব্যবসায়ী ও সাধারণ জনগণ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। কেউ তাদের অপরাধের বিষয়ে মুখ খুললে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হচ্ছে।

তিনি বলেন, চক্রটির মূলহোতাদের বিরুদ্ধে সোনারগাঁও ও আড়াইহাজার থানাসহ দেশের বিভিন্ন থানায় দেড় ডজন ডাকাতি, চাঁদাবাজি, চুরি, বোমাবাজি ও মারধরের মামলা থাকলেও বন্ধ হয়নি তাদের অপরাধমূলক কর্মকাণ্ড।

ব্যবসায়ী কমিটির সভাপতি ও ব্যবসায়ী আলী আজগর বলেন, সম্প্রতি অভিযান চালিয়ে ডাকাত সর্দার নুরা পাগলার সহযোগী শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী। গ্রেফতারের পর বাহিনীর অন্য সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছেদিনদুপুরে ডাকাতি, ছিনতাইকুপিয়ে আহত করাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে তারা

ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, এ বাহিনীর সদস্যদের প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ব্যাপারে অভিযুক্ত নুর মোহাম্মদ পাগলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো অপকর্মের সঙ্গে তিনি জড়িত ননরাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষের লোকজন তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেএকাধিক ডাকাতি মামলাবিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা কেন রয়েছে? এমন প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শান্তিরবাজার এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবসায়ীদের সভা আহ্বানের বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা ওই এলাকায় অপকর্ম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম