নুরুল ইসলাম শিল্প খাতের একটি বিপ্লবের নাম
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে স্মরণসভা, কুরআন খতম এবং মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে স্বজন সমাবেশের উদ্যোগে নরসিংদী দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে যমুনা গ্রুপের সাবেক অভিভাবক নুরুল ইসলামের প্রতি গভীর শোক জানিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তেমনি তার রেখে যাওয়া যমুনা গ্রুপ দেশের হাজার হাজার বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এবং তার প্রতিষ্ঠিত দৈনিক যুগান্তর ও যমুনা টিভি স্বাধীন সাংবাদিকতার বিকাশ ঘটিয়েছে। তার রেখে যাওয়া শিল্প প্রতিষ্ঠানের কর্মপ্রেরণায় তিনি হাজার বছর মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তারা বলেন, নুরুল ইসলাম শুধু একজন ব্যক্তি নন, শিল্প খাতের একটি বিপ্লবের নাম। ব্যবসা অঙ্গনে অনুকরণীয় দৃষ্টান্ত। জীবনের প্রতিটি ক্ষেত্রে রেখেছেন সফলতার স্বাক্ষর। এ যেন অবিরাম পথচলা। মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে বিশ্বমানের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন আপসহীন এই কর্মবীর। এসব প্রতিষ্ঠান সারা বিশ্বেই বাংলাদেশকে তুলে ধরছে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রামী ছিলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, নরসিংদী যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আসাদুজ্জামান খোকন, সহ-সভপতি সগির আহাম্মেদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, আমিনুর রহমান সাদীসহ মাদ্রাসার বিভিন্ন আলেম-ওলামারা।
