কুমারখালীতে নারীসহ আটক ৩ জন কারাগারে
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম
মাদকবিরোধী অভিযানে এক নারীসহ আটক তিনজন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার কুমারখালীতে মাদকবিরোধী অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের বিল্লালের মোড় থেকে ৩০ পিস ট্যাপেন্টাটলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলো- উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে রবিন শেখ, গট্টিয়া গ্রামের জবান আলীর ছেলে শরিফুল ইসলাম ও বানিয়াপাড়া গ্রামের স্বাধীন শেখের স্ত্রী রাশিদা খাতুন।
কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ জানান, মঙ্গলবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ পিস ট্যাপেন্টাটল ও এক নারীসহ তিনজনকে আটক করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
