Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে আলোচনা-দোয়া

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:৪৪ পিএম

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে আলোচনা-দোয়া

রাজবাড়ীর গোয়ালন্দে যমুনা গ্রুপের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালন্দ ঘাট থানা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু বক্কার সিদ্দিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তর স্বজন সমাবেশ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

উপস্থিত ছিলেন- গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান, স্বজন সমাবেশের সহ-সভাপতি হুমায়ন আহমেদ, সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও ইনকিলাব সংবাদদাতা মোজাম্মেল হক, মোহনা টিভির প্রতিনিধি মুহাম্মাদ আবুল হোসেন, দৈনিক বাংলার প্রতিনিধি মইনুল হক মৃধা, আজকের দর্পণ প্রতিনিধি শাকিল আহমেদ, স্বজন সদস্য রেজাউল করিম প্রমুখ।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গল কামনা এবং যুগান্তর পরিবারের সব সদস্য ও সাংবাদিকের জন্য বিশেষ দোয়া করা হয়।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম