Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলাম ছিলেন অকুতোভয় যোদ্ধা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:৫৬ পিএম

নুরুল ইসলাম ছিলেন অকুতোভয় যোদ্ধা

যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) দুপুর ২টায় মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি মানিকগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুল হক মাসুদ, সাবেক ভিপি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক রমজান মাহমুদ, সমন্বয়ক আশরাফুল ইসলাম রাজু, সমন্বয়ক মেহেরাব। 

প্রধান অতিথি ওসি এসএম আমান উল্লাহ বলেন, প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা। তাদের আত্মত্যাগে আজ আমি আমার দায়িত্ব পালন করতে পারছি। সেই এক মহান ব্যক্তি নুরুল ইসলাম। তিনি ব্যক্তি জীবনেও ছিলেন একজন সফল মানুষ। তিনি মানবিক গুণাবলীসম্পন্ন ব্যক্তিত্ব চারিত্রের মানুষ ছিলেন।

তিনি বলেন, দেশ ও জনগণের পক্ষে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকা। তার এ প্রতিষ্ঠান জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও সাহসী ভূমিকা পালন করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি শিকদার শামীম আল মামুন, দৈনিক বাংলাদেশের খরব পত্রিকার জেলা প্রতিনিধি আফ্রিদি আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও বিশেষ মোনাজাত করেন হেফাজতে ইসলামী বাংলাদেশ মানিকগঞ্জ সদর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রমজান মাহমুদ।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম