|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গায় পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে অর্থদণ্ডও দেওয়া হয়। আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় জমি বিরোধের জেরে এ দুটি হত্যাকাণ্ড ঘটেছিল।
বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী শেখ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার আলমডাঙ্গা উপজেলার বামানগর গ্রামের কাশেম আলীর ছেলে স্বাধীন আলী ও চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়ার বিপ্লব হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক ওরফে বাদশা। আরেক মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জমির উদ্দীন জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে।
মামলা সূত্র জানায়, ২০২২ সালের ৯ মে রাতে জমি নিয়ে বিরোধের জেরে একদল দুর্বৃত্ত আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামের বিএনপি নেতা কামাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে।
১১ মে নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার ১নং আসামি স্বাধীন আলী ও ৬নং আসামি আশিকুর রহমান বাদশাকে মৃত্যুদণ্ড দেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে ২০২২ সালের ১৬ জুন দুপুরে পরিকল্পিতভাবে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের বাবলু রহমানকে কোদালের আঘাতে হত্যা করা হয়। সেদিনই নিহতের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এ মামলার একমাত্র অভিযুক্ত জমির উদ্দিনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
