Logo
Logo
×

সারাদেশ

এনসিপির লংমার্চে হামলার প্রতিবাদে বাগেরহাটে সড়ক অবরোধ-বিক্ষোভ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম

এনসিপির লংমার্চে হামলার প্রতিবাদে বাগেরহাটে সড়ক অবরোধ-বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ লংমার্চ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যায় বাগেরহাট শহরের দশানি ট্রাফিক মোড়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

ছাত্র ও যুব সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’, ‘ছাত্র সংসদ’ ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা যৌথভাবে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

তাদের অভিযোগ, শান্তিপূর্ণ পদযাত্রা শেষে গোপালগঞ্জ শহর ছাড়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের লোকজন এনসিপির গাড়িবহরে হামলা চালায়। এতে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।

বিক্ষোভ চলাকালে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. শফিউল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এমএ সাদ্দাম, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মুখপাত্র আব্দুল্লাহ আল রোমানসহ অনেকেই। 

লংমার্চ কর্মসূচিতে  হামলাকারীদের গ্রেফতার করে দ্রুতবিচারের দাবি জানান বক্তারা।

এছাড়া মাজার মোড় এলাকায় একই ধরনের কর্মসূচি পালন করেন নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম