Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে এনসিপির বিক্ষোভ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৪১ পিএম

ফরিদপুরে এনসিপির বিক্ষোভ

গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। 

এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম সমন্বয়কারী এসএম জাহিদ, সাইফ খান, জিল্লুর রহমান, বাইজিদ হোসেন শাহেদ, মো. কামাল হোসেন, শ্রমিক উইংয়ের জেলা শাখার সমন্বয়কারী জুনায়েদ জিতু প্রমুখ। 

সংক্ষিপ্ত সভায় বক্তারা গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান। এ সময় তারা জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম