Logo
Logo
×

সারাদেশ

ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম

ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে ৩০ মিনিট সব যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করেন।

এ সময় ছাত্র নেতারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন কর্মসূচি এলাকা।

সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার মুখ্য সংগঠক শরীফুল হক জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভৈরব উপজেলা আহ্বায়ক মোহাম্মদ কাইজার, ছাত্রনেতা রিসান প্রমুখ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসররা গোপালগঞ্জে একত্রে মিলিত হয়ে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালায়। প্রশাসনের অবহেলায় এমন হামলা করতে সাহস দেখিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম