Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র-জনতার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:০০ পিএম

সুনামগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র-জনতার

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও ভাঙচুরের ঘটনায় সুনামগঞ্জ শহরে অবরোধ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা গোপালগঞ্জে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত সময়ে গ্রেফতারের পাশাপাশি ছাত্রলীগকে প্রতিহত করার আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির সুনামগঞ্জের প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা সুমন, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, জেলা প্রকাশনা সম্পাদক রাকাব আহমেদ শিশির, সুনামগঞ্জ সরকারি কলেজ সভাপতি রাশেদুল হক জিসান, সদস্য ইলিয়াস আহমদ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য ফয়ছল আহমদ, জুলফাস খান, আরিফুল ইসলাম জোহান, মেহেদী হাসান সাকিব, শবনম দ্দুজা জোতি, জিহান জুবায়ের, রেদুয়ানুল হক নিহাল, সাব্বির আহমেদ সাইমন আহমেদ, নাইম আহমেদ অন্তর প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম