Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৪০ পিএম

গাজীপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

ছবি: যুগান্তর

গাজীপুর সদর উপজেলায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বাদ আসর যুগান্তর জয়দেবপুর প্রতিনিধির উদ্যোগে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুগান্তর জয়দেবপুর প্রতিনিধি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও যায়যায়দিন গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি আইয়ুব খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ গাজীপুর সদর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোসলে উদ্দিন বাবুল, সদস্য রাসেল শেখ, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশ ও দশের জন্য কাজ করে গেছেন। শুধু তাই নয়, মানুষের কথা চিন্তা করে বহু প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। হাজারো বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে গেছেন। নুরুল ইসলাম তার কৃতকর্মের জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তিনি মরেও অমর হয়ে আছেন এবং থাকবেন। 

 স্থানীয় মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিয়ে কুরআন খতম সহ তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রহমতুল্লাহ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম