Logo
Logo
×

সারাদেশ

দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৫৭ পিএম

দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ফাইল ছবি

দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। জেলা কারাগার সূত্র জানায়, কয়েদি সামসুল হক মণ্ডল বুধবার (১৬ জুলাই) ভোর ৫টার দিকে কারাগারে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

কয়েদি সামসুল হক মণ্ডল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় বদনা পূর্বপাড়া গ্রামের মোজাম আলীর ছেলে। তিনি ডাকাতিসহ দুটি মামলায় সাজাপ্রাপ্ত এবং একটি মামলার বিচারাধীন আসামি ছিলেন। 

সামসুল হক মণ্ডল একটি ডাকাতি মামলায় ৫ বছর সাজা পেয়ে দণ্ড ভোগ করছিলেন। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন। 

এছাড়া তিনি আইনশৃঙ্খলা বিঘ্নের অপর একটি মামলায় ২ বছরের সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে আরও একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মতিয়ার রহমান জানান, লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম