ছাগলনাইয়ায় বন্যাদুর্গত ১২৯১ রোগীকে ফ্রি-সেবা
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম
ছাগলনাইয়ার কাশিপুর উচ্চবিদ্যালয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করছেন কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর ছাগলনাইয়ায় বন্যাপরবর্তী দুর্গত এলাকার জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছে ফেনী ৪ বিজিবি।
বৃহস্পতিবার কাশিপুর উচ্চবিদ্যালয় ও কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
পৌরসভার উত্তর পানুয়া এবং রাধানগর ইউনিয়নের বন্যাদুর্গত এলাকার গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দিতে বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন করা হয়।
মেডিকেল ক্যাম্পইন উদ্বোধন করেন কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাসেবা দেন- কুমিল্লা সেক্টরের সেক্টর মেডিকেল অফিসার ও মেডিসিন বিশেষজ্ঞ মেজর ফাতেহা নাজনীন ও ফেনী ব্যাটালিয়নের মেডিকেল টিমের সদস্যরা।
মেডিকেল ক্যাম্পেইনে ১২৯১ জন রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ৬৭৫ জন পুরুষ রোগী, ৪২০ জন নারী এবং ১৯৬ জন শিশু রোগী রয়েছে।
এ সময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, ফেনী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, পরশুরাম বিওপি কমান্ডারসহ বিজিবি সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার রেজাউল কবির জানান, বন্যাপরবর্তী সময়ে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পানিবাহিত নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দুর্গত এলাকায় সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ১৫ জুলাই ফুলগাজী উপজেলায় ১৫৭৪ জন এবং পরশুরাম উপজেলায় ১৬৮৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছিল বিজিবি।
