মাচা থেকে জ্বালানি কাঠ আনতে গেলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিষধর সাপের কামড়ে স্বপ্না আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত স্বপ্না আক্তার ওই গ্রামের মুদি ব্যবসায়ী হেলাল মিয়ার স্ত্রী। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে স্বপ্না আক্তার প্রতিদিনের মতো রান্নার জন্য মাচা থেকে শুকনো জ্বালানি কাঠ আনতে গেলে হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। তিনি চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাৎক্ষণিকভাবে তার পা দড়ি দিয়ে বেঁধে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বরাইদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রমজান আলী বলেন, মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার আগেই গৃহবধূ মারা গেছেন। সাম্প্রতিক সময়ে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে, তাই সবাইকে সচেতন হতে হবে।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনিরুজ্জামান বলেন, আমাদের হাসপাতালে সাপে কাটার ১ জন রোগীর জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। তাই সাপের কামড়ের ঘটনা ঘটলে অবিলম্বে রোগীকে হাসপাতালে আনতে হবে। কুসংস্কার বা অপচিকিৎসার শরণাপন্ন না হয়ে সঠিক চিকিৎসা নিলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বাড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞরা ঘরের আশপাশ পরিষ্কার রাখা ও জ্বালানির মাচার নিচে সাবধানে কাজ করার পরামর্শ দিয়েছেন।
