Logo
Logo
×

সারাদেশ

দৌলতপুরে নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

Icon

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম

দৌলতপুরে নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদআসর দৈনিক যুগান্তরের দৌলতপুর উপজেলা প্রতিনিধির উদ্যোগে দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবে এ আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদের দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাফেজ। 

এ সময় উপস্থিত বক্তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মুক্তিযুদ্ধের ভূমিকা ও তার আপসহীন গণমাধ্যম দৈনিক যুগান্তর ও নিউজ চ্যানেল যমুনা টেলিভিশনের সাফল্যের কথা তুলেন ধরেন। এ সময় সবাই তার জন্য দোয়া মাগফিরাত কামনা করেন।

দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং দৈনিক যুগান্তরের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম, প্রেস ক্লাবেব কোষাধ্যক্ষ মো. রফিক, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মাওসুদুর রহমান, প্রতিদিনের সংবাদের সাংবাদিক এসকে রাসেলসহ গণমাধ্যমকর্মীরা।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম