দৌলতপুরে নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদআসর দৈনিক যুগান্তরের দৌলতপুর উপজেলা প্রতিনিধির উদ্যোগে দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবে এ আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদের দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাফেজ।
এ সময় উপস্থিত বক্তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মুক্তিযুদ্ধের ভূমিকা ও তার আপসহীন গণমাধ্যম দৈনিক যুগান্তর ও নিউজ চ্যানেল যমুনা টেলিভিশনের সাফল্যের কথা তুলেন ধরেন। এ সময় সবাই তার জন্য দোয়া মাগফিরাত কামনা করেন।
দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং দৈনিক যুগান্তরের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম, প্রেস ক্লাবেব কোষাধ্যক্ষ মো. রফিক, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মাওসুদুর রহমান, প্রতিদিনের সংবাদের সাংবাদিক এসকে রাসেলসহ গণমাধ্যমকর্মীরা।
