সীতাকুণ্ডে নিখোঁজের ৩ দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৭:৪৫ পিএম
মৃত নয়ন দেবনাথ।ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সীতাকুণ্ডে নিখোঁজের ৩ দিন পর এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নয়ন দেবনাথ (২২) উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ মুরাদপুর গ্রামের কালাচাঁদের বাড়ির বাবুল দেবনাথের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতনগর এলাকার (নাথপাড়ার) মুক্তা পুকুরপাড়ের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নয়নের পরিবার, স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, নয়ন দেবনাথ সীতাকুণ্ড পৌরসভার একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
কয়েক দিন ধরে তিনি স্থানীয় বাসিন্দাদের বলছিলেন তাকে একজন টাকার জন্য চাপ দিচ্ছেন। তবে কে টাকার জন্য চাপ দিচ্ছেন, সেটি তিনি বলেননি। মঙ্গলবার সকালে নয়ন দোকানে যাওয়ার পর দুপুরে খাওয়ার জন্য বাড়িতে ফিরে আসেন।
পরে আত্মীয় স্বজনকে ফোন করে বিপদের কথা জানিয়ে টাকা চান। কী কারণে টাকা দরকার জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি। একপর্যায়ে মায়ের কাছে থাকা স্বর্ণের এক জোড়া দুল নিয়ে তিনি আবার বাইরে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।
পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মুক্তার পুকুরের জঙ্গলে একটি মেহগনি গাছে নয়নের লাশ ঝুলতে দেখেন পুকুরের মাছচাষি জেবাল হোসেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নয়নকে নির্যাতনের পর হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান দৈনিক যুগান্তরকে বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
