Logo
Logo
×

সারাদেশ

জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম

জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদের ভেতর বড় ভাইয়ের মুগুরের আঘাতে প্রাণ হারালেন মজিবুর রহমান (৬০)। পারিবারিক জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে জানা গেছে।

বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই লুৎফুর রহমানকে আটক করেছে পুলিশ।

নিহত মজিবুর চরগাঁও গ্রামের কামরু মুন্সির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মজিবুর ও লুৎফুর রহমানের মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে এ বিষয়ে তাদের কথা কাটাকাটি হয়।

রাতে মজিবুর এশার নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান। লুৎফুর মসজিদের ভেতরে ঢুকে মুগুর দিয়ে মজিবুরের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে লুৎফুরকে গ্রেফতার করেছে। নিহতের লাশ হাসপাতালে রয়েছে। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।

তিনি জানান, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এ ঘটনায় এখনো মামলা রুজু হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম