সোনারগাঁয়ে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর নানাখী এলাকায় গত বুধবার রাতে প্রতিপক্ষ গ্রুপের লোকজন একই পরিবারের নারীসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় বাধা দিতে গিয়ে এক নারী শ্লীলতাহানির শিকার হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে আহত হাসান মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের আব্দুস সোহবানের ছেলে মো. হাসান মিয়ার সঙ্গে একই এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে কবির হোসেনের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে কবির হোসেনের নেতৃত্বে তার ভাগিনা মাসুম বিল্লাহ, বোন মাহমুদা বেগমসহ ১০-১২ জনের বহিরাগত সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাসানের বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা হাসানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তার ডাকচিৎকারে ফুফু মাহেলা বেগম ও ভাবি সুমাইয়া আক্তার এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও পিটিয়ে আহত করে। হামলাকারীরা এ সময় তাদের কাপড়-চোপড় টেনেহিঁচড়ে খুলে শ্লীলতাহানি করে। পরে হামলাকারীরা তাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
আহত হাসান মিয়া জানান, প্রতিপক্ষরা এক দাগে জমি ক্রয় করে অন্যদাগে এসে জোরপূর্বক দখল করার পাঁয়তারা চালাচ্ছিল। রাস্তার পাশে জমির দাম বেশি হওয়ায় স্থানীয় প্রভাবশালীদের টাকা দিয়ে ম্যানেজ করে তারা এ চক্রান্ত শুরু করে। এতে বাধা দেওয়ায় তারা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়।
এ ব্যাপারে অভিযুক্ত কবির হোসেন জানান, ক্রয়সূত্রে মালিক হয়ে তারা জমি দখলে রয়েছেন। তাদের জমি হওয়ায় তারা দখলে নিয়েছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
