দোহারে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
আধুনিক দোহার-নবাবগঞ্জ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ, ঢাকা
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:০৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আধুনিক দোহার-নবাবগঞ্জ গঠনে সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে, এখন নিজেদের মধ্যে গ্রুপিং বা বিভেদ তৈরি করা যাবে না। যে ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-১ আসনে আসবে আমরা সবাই মিলেমিশে তার জন্য কাজ করব।
ঢাকার দোহারে বিএনপির পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে দোহার উপজেলার লটাখোলা করম আলীর মোড় থেকে গণসংযোগে অংশ নিয়ে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক বিমান প্রতিমন্ত্রী এবং ঢাকা-১ আসনের সাবেক এমপি আব্দুল মান্নানের মেয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নান এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি একটি পরিবার- কেবলমাত্র ক্ষমতার জন্য পরিবারের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হোক, এটা আমি কখনই চাই না। আমার বাবা আমাকে এ শিক্ষা কখনই দেয়নি। সবাই ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বায়ন জানান তিনি।
এ সময় নেতাদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে ‘দোহার-নবাবগঞ্জ আপনি কেমন দেখতে চান?’ এমন প্রশ্ন উল্লেখ করে লিফলেট বিতরণ করেন। উপজেলার জয়পাড়া, মেঘুলা, নারিশা ও মুকসুদপুরের ফুলতলা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করেন।
উপস্থিত ছিলেন- দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা তপন মোল্লা, দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিঠু বেপারী, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল আকন্দ, নারিশা ইউনিয়ন বিএনপি নেতা হারুন অর রশিদ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন, সাবেক ছাত্রনেতা মানিক শেখ প্রমুখ।
