Logo
Logo
×

সারাদেশ

ফরিদগঞ্জে নুরুল ইসলামের জন্য দোয়া মাহফিল

‘যুগান্তর পড়ে আমরা উপকৃত হচ্ছি’

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:৫৭ পিএম

‘যুগান্তর পড়ে আমরা উপকৃত হচ্ছি’

ফরিদগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার ফরিদগঞ্জ মডেল মসজিদে ইসলামী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আশিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, এই মহান ব্যক্তির প্রতিষ্ঠা করা পত্রিকা দৈনিক যুগান্তর ইসলামকে এগিয়ে নিতে সপ্তাহে দুইদিন বিশেষ পাতা বরাদ্দ রেখেছে প্রথম থেকেই। যা পড়ে আমরা উপকৃত হচ্ছি। আশা করছি ইসলামের সৌন্দর্য বৃদ্ধিতে পত্রিকাটি আরও বেশি করে ইসলাম ও ধর্মীয় স্থাপনা বিষয়ক সংবাদ প্রকাশ করবে। এছাড়া দোয়ানুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত সব শহীদদের জন্যও বিশেষ দোয়া করা হয়। 


যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি এ সময় যুগান্তরের অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও. মো. নুরুল্ল্যাহ, সাধারণ কেয়ারটেয়ার সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান, মো. মহসীন ও কাজী মো. আবু তাহের। এর আগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম