Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম

সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে তাদের ধরে নেওয়া হয়।

শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টার দিকে বিজিবি জানিয়েছে ধরে নেওয়াদের স্বজনরা মিসিং জিডি করলে ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ জানান, সীমান্তে ৩ যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের ধরে নেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সীমান্ত এলাকা সঞ্জবপুরের লোকজন জানান, হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে সাইদুর রহমান (২৬), আনু মিয়ার পুত্র সোহাগ (২৮) ও সিপারকে (২২) বিএসএফ ধরে নিয়ে যায়। কেন ধরে নিয়ে গেছে তা জানা যায়নি।

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, সীমান্ত এলাকা থেকে ৩ বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার তথ্যটি পেয়েছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম