Logo
Logo
×

সারাদেশ

তিন কোটি টাকার ইয়াবাসহ নারী আটক, স্বামী-ছেলে পলাতক

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম

তিন কোটি টাকার ইয়াবাসহ নারী আটক, স্বামী-ছেলে পলাতক

ছবি: যগান্তর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকায় এক লাখ ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার স্বামী ও ছেলে পলাতক রয়েছেন। এসব ইয়াবার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে র‍্যাব-৭, পতেঙ্গা ক্যাম্পের একটি দল আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসায়ী আনোয়ার মাঝির বসতঘরের বারান্দার খাটের নিচে লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা।

র‍্যাব সদস্যরা সেখানে উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগমকে (৪৩) আটক করা হয়। এ সময় আনোয়ার মাঝি (৫০) ও তাদের ছেলে ইফতেখার উদ্দিন সোহেল (২০) পালিয়ে যান।

আটক মনোয়ারা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি স্বামী ও ছেলের সহায়তায় মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন। উদ্ধার ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় র‍্যাব।

ঘটনার পরিপ্রেক্ষিতে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(খ)/৪১ ধারায় একটি মামলা করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, আটক মনোয়ারা বেগমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম