Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১১:২০ পিএম

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

ছবি: যুগান্তর

দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বাদ আসর এনায়েতপুর খামারগ্রামের হযরত ইবনে আব্বাস (রা.) নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা চত্বরে স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এনায়েতপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মুক্তার হাসান।

এ সময় এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার বাংলা প্রভাষক রুবেল আক্তার, খামার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোস্তাক হোসেন, সাংবাদিক সোহেল রানা, হাফিজি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সোহেল আহম্মেদ, সিরাজগঞ্জ যমুনা শিল্প গোষ্ঠীর সহকারী পরিচালক ফয়সাল খন্দকার, এনায়েতপুর থানা কিশোর কন্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান মাসুদ রানা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ সরকার, স্বজন সমাবেশের সদস্য মুক্তার হোসেন প্রাং, শিক্ষক মাওলানা আবু জায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণে সততা ও সাহসিকতার সঙ্গে ঋণখেলাপি না হয়ে যে অবদান রেখেছেন নুরুল ইসলাম তা অনন্য উদাহরণ। তিনি কর্মসংস্থান সৃষ্টিতে যুগ-যুগান্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন মানুষের মনে। মিডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার স্বাধীনতা দিয়ে বাংলাদেশের মিডিয়াকে বিশ্বমানে উন্নীত করেছিলেন। পরে মাদ্রাসা চত্বরে ফলজ গাছের চারা রোপণ করেন উপস্থিতরা।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম