নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাণীনগরে দোয়া মাহফিল
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:৫৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে যুগান্তরের রাণীনগর উপজেলা প্রতিনিধি সুকুমল কুমার প্রামাণিকের উদ্যোগে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাদআসর রাণীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মরহুম নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইমাম মো. আল্লামা দেহিয়া।
পরে রাণীনগর উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগান্তরের রাণীনগর উপজেলা প্রতিনিধি ও রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামাণিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রাণীনগর উপজেলা স্বজন সমাবেশের আহ্বায়ক মো. কবির, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল মালেক, সহ-সভাপতি আওরঙ্গজেব হোসেন রাব্বী, প্রচার সম্পাদক মনোরঞ্জন চন্দ্র, সদস্য সাইদুজ্জামান সাগর প্রমুখ।
