Logo
Logo
×

সারাদেশ

সিলেটে ৬ কোটি টাকার বিশাল চোরাচালান জব্দ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০১:০৫ এএম

সিলেটে ৬ কোটি টাকার বিশাল চোরাচালান জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুরে ৪৮ বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক।

৪৮ বিজিবির প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব চোরাই মালামাল আটক করা হয়। চোরাচালানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, অভিযানে আটককৃত চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। আটককৃত মালামালগুলো পরবর্তীতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থার আওতায় আনা হবে।

৪৮ বিজিবির অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এ সময় তিনি বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ভারত থেকে আসা চোরাচালান জব্দ করতে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি। একই সঙ্গে চোরাচালানে জড়িত ব্যক্তিদের ধরতেও চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি করেন ৪৮ বিজিবি অধিনায়ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম