ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম
নিহত সিফাত ও হৃদয়। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের বাজিতপুরে বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেক বন্ধু।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাজিতপুর-সরারচর আঞ্চলিক সড়কের পৈলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামের মো. কদর মিয়ার ছেলে মো. সিফাত (১৪) এবং সৌদি প্রবাসী মো. সালাউদ্দিনের ছেলে মো. হৃদয় মিয়া (১৫)। আহত আমির হামজা (১৬) একই গ্রামের সৌদি প্রবাসী মো. গেনু মিয়ার ছেলে। তিন বন্ধু স্থানীয় একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে- শুক্রবার সন্ধ্যায় সিফাত, হৃদয় ও হামজা একটি মোটরসাইকেলে চড়ে বাজিতপুর শহরের দিকে যাচ্ছিল। পৈলানপুর অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিফাত ও হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। আহত হামজা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
