জাতি নুরুল ইসলামের কর্মের সুফল ভোগ করছে
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৭:০৪ পিএম
দাগনভূঞায় আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের চিত্র। ছবি-যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশমাতৃকার টানে দেশ স্বাধীন করার প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীন দেশে মানুষের কর্মসংস্থানের জন্য যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী নুরুল ইসলাম জাতির বাক স্বাধীনতা অর্জন ও অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য দৈনিক যুগান্তর ও যমুনা টিভি প্রতিষ্ঠা করেন। এর সুফল জাতি বিদ্যমান পরিস্থিতিতে ভোগ করছে ও করবে।
শনিবার দুপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের কর্মময় জীবনের ওপর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
দাগনভূঞা যুগান্তর প্রতিনিধির উদ্যোগে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মোড় জামে মসজিদে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ করা হয়।
যুগান্তর প্রতিনিধি মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন- দীপ্ত টিভির প্রতিবেদক ও বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, দৈনিক ফেনীর সময় এর নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, কবি, প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন, দরবেশেরহাট পাবলিক কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনি, জামায়াত ইসলামীর জেলা শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ, বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, গ্লোবাল ইসলামী ব্যাংক কুমিল্লা নান্দিয়াপাড়া ব্রাঞ্চের ম্যানেজার অপারেশন মো. মোস্তফা হায়দার শিশির, ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট ফজলুল করিম পলাশ, পাবলিক কলেজের হিসাবরক্ষণ অফিসার নূর আহমদ সোহাগ, চট্রগ্রাম বন্দর শ্রমিক নেতা আবুল কালাম, স্থানীয় আলহাজ্ব সামছুল হক মিয়া আদর্শ একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য জামাল উদ্দিন। দোয়ায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা রাকিব উদ্দিন। দোয়া শেষে তাবারুক বিতরণ করা হয়।
