Logo
Logo
×

সারাদেশ

কুষ্টিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম

কুষ্টিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

ছবি: যুগান্তর

কুষ্টিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

শনিবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে তার কর্মময় জীবনের ওপর আলোচনা এবং আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর সভাপতিত্ব করেন। যুগান্তরের জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের জেলা সংবাদদাতা মিজুনুর রহমান লাকী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন-উজ জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ ও সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক আমার দেশ’র জেলা প্রতিনিধি দেলোয়ার মানিক, চ্যানেল২৪’র জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, আলোকিত বাংলাদেশের এ এইচ এম আরিফ, মানবজমিনের এজে সুজন, ঢাকা পোস্টের রাজু আহম্মেদ, স্থানীয় দৈনিক মাটির পৃথিবীর সম্পাদক এম এ জিহাদ, দৈনিক সূত্রপাতের সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক খবরওয়ালার সম্পাদক মুন্সি শাহিন আহম্মেদ জুয়েল, দৈনিক দিনের খবরের সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক কুষ্টিয়ার খবরের সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক কৃষি কন্ঠের সম্পাদক সাকলায়েন এলিনসহ শতাধিক গণমাধ্যমকর্মী। 

প্রয়াত নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচলনা করেন দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি অফম নুরুল কাদের। 

আলোচনা সভায় অতিথিরা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি শিল্প খাতের একটি বিপ্লবের নাম। জীবনে দুই হাত ভরে দেশকে শুধু দিয়েই গেছেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম