Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে বইপড়ায় পুরস্কার পেল ২৩০৩ শিক্ষার্থী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:৩৬ পিএম

রাজশাহীতে বইপড়ায় পুরস্কার পেল ২৩০৩ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৩০৩ জন বইপ্রেমী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বইপড়ায় কৃতিত্বের পুরস্কার। 

শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণ করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং গ্রামীণফোনের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

উৎসবের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। স্বাগত বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন বইপড়া কর্মসূচিতে বছরের পর বছর অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পৃষ্ঠপোষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, বই পড়া মানে জ্ঞানের দরজা খুলে দেওয়া। এটা মানুষকে মুক্তভাবে চিন্তা করতে শেখায়। আমাদের শিশুদের মধ্যেই পাঠাভ্যাস বাড়াতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাখি বিশেষজ্ঞ ও লেখক ইনাম আল হক। তিনি বলেন, আমার জীবনের প্রথম শিক্ষক ছিলেন আমার মা। তিনি দেখিয়েছেন কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষা প্রভাব ফেলে। আমি বিশ্বাস করি, নারীর ভাষা ও জ্ঞান দিয়েই পরিবার ও সমাজকে আলোকিত করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, নাটোরের অধ্যাপক অলোক মৈত্র, লেখক ও গবেষক অধ্যাপক মাজহারুল ইসলাম তরু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রশিদ এবং গ্রামীণফোনের রাজশাহী সার্কেলের রিজিওনাল হেড মাহমুদুল হাসান।

পুরস্কার প্রদান পর্বে ৩৮টি স্কুলের ১ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে, যার মধ্যে ছাত্রী ছিল ১ হাজার ২৪৪ জন এবং ছাত্র ছিল ৪২০ জন। বাকি ১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংশ্লিষ্ট শিক্ষক বা সংগঠক। 

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ‘স্বাগত পুরস্কার’ পেয়েছে ১ হাজার ১১৭ জন, ‘শুভেচ্ছা পুরস্কার’ পেয়েছে ৭২৮ জন, ‘অভিনন্দন পুরস্কার’ পেয়েছে ৩৮৩ জন এবং ‘সেরাপাঠক’ হিসেবে নির্বাচিত হয়েছে ৭৫ জন শিক্ষার্থী।

অনুষ্ঠান আয়োজন ও পুরস্কারের বইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে গ্রামীণফোন লিমিটেড। আগামী বছরগুলোতেও বইপড়া কর্মসূচিতে আরও শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্বসাহিত্য কেন্দ্র অঙ্গীকার ব্যক্ত করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম