চিরকুটসহ প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:২০ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে ওই নারী কি কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের
মো. জালালউদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
নিহত রোমানা বেগম (২৫) বালিয়া ইউনিয়নের বাইচাইল গ্রামের সৌদি প্রবাসী
মো. বারণ আলীর স্ত্রী। তিনি একই ইউনিয়নের নয়াচর
গ্রামের মোঃ জালালউদ্দিনের মেয়ে।
রোমানার লাশের পাশে পাওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘প্রিয় স্বামী, আমার সংসার
নষ্ট করার জন্য জিহাদের মামা-মামী আর নুরনবী ষড়যন্ত্র করছে। আমার নামে মিথ্যা অপবাদ
দিছে বারণের কাছে, আমাকে খারাপ বানাইছে।এলাকার মানুষের কাছে আমাকে খরাপ বানাইছে। আমার
এ মুখ আর আমি কাউকে দেখাতে পারবো না। তাই আমি গলাই ধরি দিয়ে মারা যাবো। আমার মরার জন্য
দায়ী থাকবো আনোয়ার, নুরনবী ও নারগিস। যার কারণে আমি এ পৃথিবী ছাড়তে বাধ্য হলাম। ইতি
তোমার বউ। ’
এদিকে, ঘটনার পর থেকে লাপাত্তা চিরকুটে লেখা থাকা আনোয়ার ও নারগিস ও
নুরনবী। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা তা রিসিভ করেননি।
স্থানীয় মজিবর নামে এক ব্যক্তি বলেন, কয়েক বছর আগে রোমানার সঙ্গে বারণের
সঙ্গে বিয়ে হয়। তাদের ঘরে কোনো সন্তান নাই।
বারণ সৌদি আরবে থাকেন। এর আগে তিনি আরেকটা বিয়ে করেছিল। তবে, সে বউ চলে গেছে।
নিহত গৃহবধূর বড় বোন বলেন, ‘আমার বোনকে তার দেবর নুরনবী ও আনোয়ার জ্বালাতন
করেছে। শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের জেরে
গলায় ধরি দিয়ে আত্মহত্যা করেছে আমার বোন। আমরা
এ হত্যার বিচার চাই। ’
কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুর আলম বলেন, ‘গৃহবধূর আত্মহত্যার
খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট
উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
