Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের জীবনী নিয়ে ফেনীতে আলোচনা সভা, কুরআন খতম ও মিলাদ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০২:০০ পিএম

নুরুল ইসলামের জীবনী নিয়ে ফেনীতে আলোচনা সভা, কুরআন খতম ও মিলাদ

ছবি: যুগান্তর

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তর ও যমুনার টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার জীবনী নিয়ে আলোচনা সভা, পবিত্র কুরআন খতম এবং ফেনী জজ কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) সকালে পরশুরাম বক্করমাহমুদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদারে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা নুরুল আমিন, শিক্ষক কারী বেলাল, ফয়জুল করিম, ফখরু উদ্দিন, আবুল কালাম, আবুল হাসেন ও সাংবাদিক শাহআলম।  আলোচনা সভাশেষে পবিত্র কুরআন খতমের আয়োজন করা হয়।

এদিকে, দুপুরের দিকে ফেনী জজ কোর্ট মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম