Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের পর ভারতে মিলল লাশ

Icon

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৯:৪৯ পিএম

নিখোঁজের পর ভারতে মিলল লাশ

আব্দুল মালিক। ছবি: যুগান্তর

সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ হওয়া মো. আব্দুল মালিক (৪২) নামে এক দিনমজুরের লাশ কুশিয়ারা নদীর ভারতীয় অংশ থেকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

শনিবার রাতে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বাংলাদেশে হস্তান্তর করা হয়।

মৃত আব্দুল মালিক উপজেলার মৌলভীরচক গ্রামের বাসিন্দা ও মো. ইব্রাহিম আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, আসামের করিমগঞ্জ থানা পুলিশ কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে করিমগঞ্জে বসবাসরত আব্দুল মালিকের আত্মীয়-স্বজন লাশটি শনাক্ত করেন। শনাক্তের পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার রাতে কাস্টমঘাট সীমান্ত পয়েন্ট দিয়ে লাশটি হস্তান্তর করা হয়। পরে তা নিহতের স্ত্রী নাছিমা বেগম ও ভাই ওয়াহিদুর রহমানের কাছে বুঝিয়ে দেওয়া হয়। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

আব্দুল মালিকের স্ত্রীর বরাতে পুলিশ জানায়, গত ৮ জুলাই (মঙ্গলবার) সকাল ৯টায় তিনি উপজেলার কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম