কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম থেকে সাড়ে ৬ ঘণ্টা পর ছেড়েছে উদয়ন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ের সাড়ে ৬ ঘণ্টা পর ছেড়েছে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস। শনিবার রাত পৌনে ১০টায় ট্রেনটি ছাড়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন ছেড়েছে রোববার ভোর ৪টা ২০ মিনিটে।
এই দীর্ঘ সময় রেলস্টেশনে অপেক্ষায় থাকতে হয়েছে যাত্রীদের। ফলে সারারাত জেগে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় তাদের।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্র জানায়, শনিবার বিকাল ৫টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলস্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওই ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হলে চট্টগ্রামে নিয়ে আসা হয়। এই পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামে আসার পর সিলেট যায় উদয়ন এক্সপ্রেস হয়ে। সময়সূচি অনুযায়ী, রোববার সকাল পৌনে ৬টায় উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে পৌঁছার কথা ছিল।
এদিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেসও নির্ধারিত সময়ের প্রায় সোয়া তিন ঘণ্টা দেরিতে ছেড়েছে বলে জানা গেছে। রোববার রাত সোয়া ১১টায় এই ট্রেন ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছাড়ার কথা ছিল; কিন্তু এই ট্রেন ছেড়েছে দিবাগত রাত আড়াইটায়।
তরিকুল ইসলাম নামে উদয়ন এক্সপ্রেসের এক যাত্রী বলেন, নির্ধারিত সময়ের পর স্টেশন থেকে প্রথমে দুই ঘণ্টার মধ্যে ট্রেন আসবে বলে জানিয়েছিল। এরপর আবারও দুই ঘণ্টা অপেক্ষা করতে কথা বলা হয়। কিন্তু ট্রেন এসেছে সাড়ে ৬ ঘণ্টা পর। ট্রেনের এমন শিডিউল বিপর্যয়ের কারণে অনেকে নিজ নিজ অফিস বা চাকরিতে যোগ দিতে পারেনি। সারারাত জেগে পরিবারকে পাহারা দিতে হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, কুমিল্লায় লাইনচ্যুত হওয়ার কারণে উদয়র এক্সপ্রেস যেতে দেরি হয়েছে। তবে সকাল থেকে সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।
