Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-আলোচনা সভা

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম

চকরিয়ায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-আলোচনা সভা

কক্সবাজারের চকরিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) বিকালে যুগান্তর চকরিয়া উপজেলা প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিনের উদ্যোগে চকরিয়া হস্তশিল্প কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইনকিলাব ও ডেইলি অবজারভারের সাংবাদিক ইবনে আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক মানবকণ্ঠের আবদুল মজিদ, উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি বাংলাদেশ প্রতিদিনের জিয়াউদ্দিন ফারুক ও দৈনিক যায়যায়দিনের মনজুর আলম, দৈনিক আমার দেশের ইকবাল ফারুক, দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশের জিয়াবুল হক, দৈনিক কালবেলার মনিরুল আমিন, দৈনিক ভোরের সময়ের নুরুল আমিন টিপু প্রমুখ।

আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী নুরুল ইসলাম জাতির বাক-স্বাধীনতা অর্জন ও অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য দৈনিক যুগান্তর ও যমুনা টিভি প্রতিষ্ঠা করেন। স্বাধীন দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের জন্য যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে অনন্য রেকর্ড স্থাপন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক ভোরের ডাক পত্রিকার সাঈদী আকবর ফয়সাল, দৈনিক আপনকণ্ঠের জুলফিকার আলি ভুট্টা, দৈনিক বাংলাদেশের খবরের তৌহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের রিদুয়ানুল হক, দৈনিক আমার সংবাদের নুরুল ইসলাম সুমন, কক্স অনলাইন বার্তার সম্পাদক রুবেল খান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নেছার উদ্দিন।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম