ছাগলনাইয়ায় আগুনে ১৩ দোকান পুড়ে ছাই
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:২৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তারা ক্ষতি ১০ লাখ টাকা ধারণা করলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- বিপুল, আরমান, হারুন, নাছির, শাহজাহান, তারেক, মান্নান, কাসেম, মোমিন, হালিম, আলিম, জসিম ও সবুজ।
ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার পুলক কান্তি বড়ুয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে চাঁদগাজী বটতলী বাজারে আগুন লাগে। মুহূর্তেই প্রধান সড়কের পশ্চিম পাশের ১৩টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৪০ মিনিট পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফলে আশপাশের মার্কেট আগুন থেকে রক্ষা পায়।
