Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিলমারীতে কুরআন খতম ও দোয়া মাহফিল

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:৪৮ পিএম

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিলমারীতে কুরআন খতম ও দোয়া মাহফিল

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার থানাহাট বাজার বাইতুল হক হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৮টা থেকে মাদ্রাসার হাফেজ ছাত্ররা কুরআন খতম করে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো.রোকন উদ্দিন।

উপজেলা স্বজন সমাবেশের সভাপতি সহঅধ্যাপক মো.আব্দুর রহমান রতনের সভাপতিত্বে ও যুগান্তর পত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি  গোলাম মাহবুবের সঞ্চালনায় দোয়া ও মোনাজাতের আগে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মো. মনিরুল আলম লিটু, সাধারণ সম্পাদক ছাবেদ আলী মন্ডল, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল প্রমুখ। 

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম