Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:০৫ পিএম

খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ সময় অভিযান চালিয়ে দুটি রাইফেল, একটি পিস্তল, একটি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি যামিনী পাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় যামিনী পাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সঙ্গে ইউপিডিএফ মূল সংগঠনের (প্রসীত) গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলের আশপাশে অভিযান চালায় বিজিবি। ঘটনাস্থল থেকে রাইফেল, পিস্তল, শর্টগান, গুলিসহ ইউপিডিএফর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

তবে ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, আমাদের সংগঠনের কর্মীদের সঙ্গে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের সংগঠন পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী সংগঠন, তাই আমাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম